LibreOffice 24.8 Help
একটি প্রোগ্রাম লাইনকে মন্তব্য হিসেবে উল্লেখ করে।
Rem Text
Text: যেকোনো লেখা যা মন্তব্য হিসেবে কাজ করে।
একটি লাইনে বিদ্যমান লেখাটি মন্তব্য নির্দেশ করার জন্য Rem কীওয়ার্ডের পরিবর্তে একক উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করতে পারেন। এই প্রতীকটি প্রোগ্রাম কোডের ডানে মন্তব্যের পরে সরাসরি সন্নিবেশ করানো যায়।
লাইনের শেষ দুইটি অক্ষর হিসেবে নিম্নলেখ অক্ষর _ দ্বারা অনুসরণকারী একটি ফাঁকা স্থান ব্যবহার করতে পারেন যাতে পরবর্তী লাইনে লজিক্যাল লাইন বহাল রাখা যায়। মন্তব্যের লাইনটি বহাল রাখার জন্য, আপনাকে অবশ্যই একই বেসিক মডিউলে "অপশন উপযুক্ত" সন্নিবেশ করাতে হবে।
Sub ExampleMid
Dim sVar As String
sVar = "Las Vegas"
Print Mid(sVar,3,5) ' Returns "s Veg"
REM এখানে কিছু সংঘটিত হয় না
End Sub